“সৎ কাজ ও আমল যতই করা হবে ঈমান ততই বৃদ্ধি পাবে”

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সুদামপুর মধ্যপাড়া মুক্তব এর উদ্যোগে ৫ম অধিবেশন উপলক্ষে রবিবার বাদ আছর থেকে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, মোফাসসিরে কুরআন, কলরব অঙ্গনের ইসলামী সংগীত শিল্পী ও জাতীয় স্বর্ণপদক পুরস্কারপ্রাপ্ত, হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম, প্রিন্সিপাল, মদিনাতুল উলুম ক্বাওমী মাদ্রাসা, ঢাকা।

সুদামপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, হাফেজ মাওলানা মোঃ আব্দুল আব্দুল খালেক-এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। তিনি তার বক্তব্যে বলেন, প্রত্যেক মুসলিম জাতিকে বেশী বেশী সৎ কাজ করতে হবে। সৎ আমল যতই বৃদ্ধি পাবে, ঈমান ততই বৃদ্ধি পাবে। এই সৎ আমল মুখের কথার মাধ্যমে হোক, কিংবা কাজের মাধ্যমে হোক যেমন যিকির-আযকার, নামাজ, রোযা এবং হজ্জ্ব। এসব কিছুই ঈমান বৃদ্ধির মাধ্যম। ২য় বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন হযরত মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব সাহেব, সুপারিন্টেনডেন্ট, গাংনগর দ্বী-মুখী দাখিল মাদ্রসা, শিবগঞ্জ বগুড়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু রায়হান, অধ্যক্ষ শিবগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা, শাহীনুর ইসলাম (শাহীন) ইউপি সদস্য, আলহাজ্ব মোঃ মতিনুর রহমান (রঞ্জু), আলহাজ্ব মোঃ বজলার রহমান মণ্ডল, সাইফুল ইসলাম (মাসুদ), সিরাজুল ইসলাম, নাজিরুল ইসলাম (নেছারুল), ইসরাফিল ইসলাম, মোঃ মাসুম বিল্লাহ্, মোঃ মোস্তফা আলম (ডাইছ)।

মাহফিল পরিচালনা করেন মোঃ আব্দুল মোমিন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Similar Posts

error: Content is protected !!