ধামইরহাটে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে রোপা-আমন মৌসূমে সরকারি খাদ্য গুদামে সরাসরি ধান বিক্রি করার জন্য ধামইরহাট পৌরসভার চাষীদের আবেদনের প্রেক্ষিতে তিনটি ক্যাটাগরিতে মোট ৬৪ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে।

২৬ মার্চ বেলা ১১টায় ধামইরহাট খাদ্য গুদামে এ লটারী প্রক্রিয়া সম্পন্ন হয় কৃষকদের আবেদনের প্রেক্ষিতে ৬৪ মে.টন ধান ক্রয়ের লক্ষ্যে বড় কৃষকদের ১৯ জনের মধ্যে ১৩জন, মাঝারী কৃষকদের ১৫৯ জনের মধ্যে ১৯ জন এবং ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৪৩০ জন কৃষকের মাঝে ৩২জন সহ মোট ৬৪ জনকে লটারীর মাধ্যমে নির্বাচিত করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গনপতি রায়, ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির, ধামইরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান, খাদ্য পরিদর্শক আবুল হোসেন খান, সহকারী উপ-খাদ্য পরিদর্শক তাপস চন্দ্র, পৌর কাউন্সিলর মুক্তাদিরুল হক, ইব্রাহিম হোসেন প্রমুখ।

গুদাম কর্মকর্তা জাহেদুর রহমান জানান লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকগন প্রত্যেকে ১ মেট্রিক টন ধান সরাসরি সরকারি খাদ্য গুদামে সরকারী নির্ধারিত ১০৪০ টাকা মূল্যে সরবরাহ করতে পারবেন। আমন মৌসুমে ৮টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ২ হাজার ৩১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

Similar Posts

error: Content is protected !!