ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে চায়ের দোকানের আড়ালে রমরমা মাদক ব্যবসা চলছে, দোকানের সামনে বা ভেতরে নয়, মাটির গর্তে লুকিয়ে রেখে দেদারসে এসব ফেন্সিডিল ব্যবসা চালান ওই চা বিক্রেতা।
২৬ নভেম্বর দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে এস.আই আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম ও এ.এস.আই আরিফুল ইসলাম আড়াইতাড়া মফিরন মার্কেটেরর সামনে চায়ের দোকানে অভিযান চালিয়ে চায়ের চুলার পার্শে গর্তের ভেতর থেকে ১২ বোতল ফেন্সিডিল সহ চা ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক (২৮)কে আটক করে।
আবু বক্কর উপজেলার কৈগ্রাম গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছিল।