অষ্টগ্রামে হানাদার মুক্ত দিবস উদযাপন

উপজেলা প্রতিনিধি (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ ।।

স্বাধীনতার দীর্ঘ ৪৮ বছর পর গতকাল বুধবার (২৭ নভেম্বর) অষ্টগ্রামে প্রথমবারের মতো উদযাপিত হলো অষ্টগ্রাম হানাদার মুক্ত দিবস। শেকরের সন্ধানে অষ্টগ্রাম আয়োজিত ও প্লাসিড বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান বাবুর পৃষ্ঠপোষকতায় দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আলমের সভাপতিত্বে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, সরকারি রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা হক রত্না ও প্লাসিড বিডি লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান বাবু।

৭১’এর সেই ভয়াবহ দিনগুলির স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল হাই, মুক্তিযোদ্ধা খালিকুজ্জামান আখি সিরাজ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্টেন ওনার্স এসোসিয়েশন অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম সেলিম, শেখরের সন্ধানে অষ্টগ্রাম-এর সভাপতি সাইফুদ্দিন লিচু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মেহেদী হাসান কাঞ্চন।

Similar Posts

error: Content is protected !!