মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
দীর্ঘ ৬ বছর পর হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে লাখাই উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা। আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলন।
ইতিমধ্যে সম্মেলন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়। সম্মেলনকে সফল করতে গঠিত হয়েছে একাধিক উপ-কমিটি। এ সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগ পরিচালনায় আসবে নতুন নেতৃত্ব। দলের সভাপাতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীরা ইতিমধ্যে দলীয় মনোনায়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির কাছে।
নির্বাচন পরিচালনা কমিটির সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে এ পর্যন্ত একজন প্রার্থীসহ বিভিন্ন পদে মোট ১৭জন প্রার্থী তাদের মনোনায়ন ফরম জমা দেন। এরমধ্যে সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ। সাধারণ সম্পাদক পদে আমিরুল ইসলাম আলম, এনামুল হক মামুন ফজলে এলাহী ফরহাদ, শাহ রেজাউদ্দিন দুলদুল, ফারুক আহম্মদ মনোনায়ন ফরম জমা দেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ মাহফুজ মিয়া, আব্দুস সোবাহান, মোজাহিদ মিয়া, জুয়েল রানা মনোনায়ন ফরম জমা দেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে এডভোকেট খোকন চন্দ্র গোপ, কাউসার আহম্মদ, আইয়ুব রেজা, শফিউল আলম, রাসেল আহম্মদ, সম্পদ রায়, ইঞ্জিনিয়ার মাহবুব উদ্দিন তাদের মনোনায়ন ফরম জমা দেন।
দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সাথে আলাপকালে তারা বলেন, ৩ ডিসেম্বরের সম্মেলন হবে স্মরণকালের মধ্যে সবচেয়ে সু-শৃঙ্খল ও বর্ণাঢ্য। কমিটিতে আসবেন সময়ের পরীক্ষিত, ত্যাগী ও দূরদর্শী নেতৃত্ব দানকারী। উপজেলা কমিটির শীর্ষপদ সভাপতি/সাধারণ সম্পাদকে আসতে পারে নতুন মুখ।