নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বিজয় বাংলাদেশ শ্লোগানে নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ হচ্ছে। ছাত্র-যুব-জনতা সম্মিলিতভাবে বাংলাদেশকে দুর্নীতি-দারিদ্র- বেকারত্ব-সন্ত্রাস- নৈরাজ্য-জঙ্গী তৎপরতা-দ্রব্যমূল্য বৃদ্ধি বন্ধ করবেই। তারা বায়ান্নতে বিজয়, ঊনসত্তুরে বিজয়ী একাত্তরে বিজয়ী, নব্বইয়ে বিজয়ী এবারও বিজয়ী হবে। আর এই বিজয়ের চেতনা একাত্তর থেকে সঞ্চারিত।
১ ডিসেম্বর সকাল ৯টায় তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে ‘বিজয় বাংলাদেশ বিজয় নতুনধারা’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধনে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মেম্বার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান শেখ হাবিব খোকন, সাইদুজ্জামান রওশন, প্রভাষক শিরীন সুলতানা, অহনা চৌধুরী, চিত্রনায়ক আরবাজ হাবিব, এনামুল হক রোজ প্রমুখ বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি