ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
“আমি একাত্তর এ বীরাঙ্গনার কান্না শুনেছি, আমি মুক্তিসেনার বুকের রক্ত ঝড়তে দেখেছি, ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছি, সোনার বাংলা পেয়েছি, স্বাধীন বাংলা পেয়েছি।” গানটি মুক্তি পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব-এ।
ইউটিউব চ্যানেল এভি ব্রডকাস্ট টেলিভিশন-এর সিইও লিটন হাফিজ চৌধুরী জানান, ২ ডিসেম্বর মুক্তি হওয়া মহান বিজয় দিবস ও মুজিববর্ষ উপলক্ষ্যে ৬৮ বছর বয়সে হৃদয় দিয়ে মনমুগ্ধকর বিজয়ের এই গানটিতে সুর দিয়েছেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত গীতিকার ও সুরকার সংগীত গুরু এম. কে জিন্নাহ চৌধুরী। ১ম দিনেই গানটির প্রতি দর্শক-শ্রোতার ব্যাপক আগ্রহ দেখা গেছে। এছাড়াও “জাতির জনক শেখ মুজিবুর”সহ শত শত বিজয়ের গান গেয়ে উত্তরবঙ্গে ব্যাপক সুনাম কুড়িয়েছেন গুনি এই সংগীত শিল্পী।
জনপ্রিয় কণ্ঠশিল্পী সংগীতের গুরু খ্যাত এম.কে জিন্নাহ চৌধুরী ধামইরহাট শিল্পীকলা একাডেমীতে সংগীতের বীজ আজও অবধি বুনে যাচ্ছেন, সরকারি বিভিন্ন প্রোগ্রাম, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র সংগীত গুরু জিন্নাহ চৌধুরী।