ধামইরহাটে বিএনপির বিতর্কিত কমিটির তদন্তে কেন্দ্রীয় নেতারা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ইতোমধ্যেই দুই দফায় স্থগিত ঘোষণা করা হয়েছে। সংকট নিরসনে ৩য় দফায় কমিটি ঘোষণার আগেই কেন্দ্রীয় বিএনপি নেতারা ধামইরহাট উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সাথে মতবিনিময় করেন।

৩ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম ও নির্বাহী কমিটির সদস্য চন্দন সাহা ধামইরহাট থানা বিএনপি কাযালয়ে এলে নেতাকর্মীরা ধানের শীষের তোড়া দিয়ে কেন্দ্রীয় নেতাদের বরণ করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।

এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন, যারা কোনদিন মাঠে ও কর্মসূচিতে থাকেন না, তাদের আহবায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করে ত্যাগী নেতাদের বাদ দেয়া হয়েছে। শুধু তাই নয়, আ’লীগে যোগদানকারী কর্মীরাও বর্তমান আহবায়ক কমিটির সদস্য। আগামীতে সর্বসম্মতিক্রমে আহবায়ক কমিটি গঠন করে দলে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানো হয়।

এ সময় থানা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল, সাবেক সম্পাদক আবু বক্কর, যুগ্ম সম্পাদক আখরাজুল ইসলাম চৌধুরী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোতারফ হোসেন মুকুল, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আ. খালেক, সহ-সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, সাংগঠনিক মোস্তাফিজুর রহমান, যুবদল সাবেক সভাপতি রেজাউল করিম মুসা, যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, ছাত্রদল নেতা রুহেল হোসেন সুমন, রতন হোসেন প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!