ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ৪বার নির্বাচিত সংসদ সদস্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি, ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, ও সরকারি এম এম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহীদুল ইসলামকেও সংবর্ধনা প্রদান করা হয়।
৫ ডিসেম্বর দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে সংবর্ধনা ও নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি বলেন, “দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অন্যতম।”
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, অধ্যক্ষ শহীদুল ইসলাম, অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, অধ্যক্ষ ইলিয়াস আলম, দৈনিক প্রত্যাশা প্রতিদিন পত্রিকার সম্পাদক মাসুদুন নবী মাসুদ, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ফজলুর রহমান, কৃষি অফিসার সেলিম রেজা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক, আ. মান্নান, মুক্তিযোদ্ধা কমান্ডার ফরমুদ হোসেন, চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামানসহ সরকারী সকল পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে কমিটির উপদেষ্টা মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ, এস.এম আ. রউফ, জুলফিকার আলী ও জাহাঙ্গীর আলমসহ স্মৃতিসরুপ সকল সদস্যদের হাতে মগ তুলে দেন এম.পি শহীদুজ্জামান সরকার।