ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯-এর আয়োজন করেছে উপজেলা প্রশাসন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ০৫ ডিসেম্বর সকাল ১০টায় এ উপলক্ষ্যে ১টি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালী শেষে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, অধ্যক্ষ শহীদুল ইসলাম, কৃষি অফিসার সেলিম রেজা, প্রধান শিক্ষক এস.এম খেলাল ই রব্বানী প্রমুখ বক্তব্য রাখেন। পরে বিজ্ঞান মেলা ঘন্টাব্যাপী প্রতিটি ষ্টল প্রদর্শণ করেন প্রধান অতিথি এম.পি শহীদুজ্জামান সরকার।