ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ শিক্ষাবর্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন শুক্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান স্বপন ও বেনীদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. সামসুন নাহার।
উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা জানান, প্রধান শিক্ষক মাসুদুর রহমান স্বপন তার বিদ্যালয়ের জমিটি খাস থেকে বিদ্যালয়ের নিজ নামে করা, নতুন জমি ক্রয়, শিক্ষার্থীদের সুবিধার্থে রাস্তা নির্মাণে ব্যতিক্রমী ভূমিকা পালন করায় তাকে তার কর্মদক্ষতা অনুযায়ী উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা গনপতি রায় ও উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আজাহার আলীসহ মূল্যায়ন কমিটি তাকে নির্বাচিত করেছে।
অপরদিকে বেনীদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন নাহারকে বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়।