খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
বড় ছোট শহরের পর একটু দেরিতে হলেও গ্রামে-গঞ্জে টিসিবি পণ্য বিক্রয় শুরু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) কিশোরগঞ্জের নিকলীতে টিসিবি ডিলারের অস্থায়ি বিক্রয় কেন্দ্র উপজেলা পরিষদ চত্বরে নারী-পুরুষ ক্রেতাদের ভীড় জমে উঠে।
দেশজুড়ে পেঁয়াজের দাম বেড়ে গেলে স্থানীয় মজুতদার ও বিক্রেতাদের যোগসাজসে ডাল, তেল ও চিনির দামে অস্থিরতা দেখা দেয়। সাধারণের কাছে ন্যায্যমূল্যে এসব পণ্য পৌঁছে দিতে টিসিবি ডিলারের মাধ্যমে এতদিন বড় ছোট শহরে বিক্রয় শুরু করে সরকার। এরই ধারাবাহিকতায় হাওর উপজেলা নিকলীতেও সকাল থেকে টিসিবি পণ্য বিক্রয়ের কথা উল্লেখ করে মাইকিং করে উপজেলা প্রশাসন। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ও গ্রামপুলিশের সহযোগিতা নেওয়া হয়।
নিকলী উপজেলা নির্বাহী অফিসার সামছুদ্দিন মুন্না জানান, উপজেলাবাসির ন্যায্যমূল্যে পণ্য পেতে টিসিবি ডিলার মেসার্স জয় বিজয় এন্টারপ্রাইজকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিজনে ৮০ টাকা দরে ৫ লিটার তেল, চিনি ৫০ টাকা দরে ৪ কেজি, পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে ও ডাল ৫০টাকা কেজি দরে কিনতে পারবেন।