নিকলীতে র‌্যালি ও ৫ নারীর জয়িতা পদক লাভ

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

নিকলীতে রোববার (৮ ডিসেম্বর) ৫ সফল নারীকে জয়িতা পুরস্কার দেওয়া হয়েছে। বেগম রোকেয়া দিবসে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এর পূর্বে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী র‌্যালি শেষে একই সভায় দুই দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা হয়।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দি মুন্নার সভাপতিত্বে ও জাইকার উপজেলা কো-অর্ডিনেটর দুর্গা সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুস ভূইয়া, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, রেজিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিলকিস নাহার, উপজেলা দুদক সভাপতি মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকসহ সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থিবৃন্দ।

এ সময় শিক্ষা ও চাকুরিতে রুবাইয়াত আক্তার শিমূল, অর্থনীতিতে মনুরা বেগম, সফল জননী সুফিয়া খাতুন, সমাজ উন্নয়নে রুমা আক্তার ও নির্যাতিতা ক্যাটাগরিতে হেলেনা আক্তারকে জয়িতা পদক প্রদান করা হয়।

Similar Posts

error: Content is protected !!