মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়ান নগরের সুজানগর এলাকা থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার (৩ জুন) রাত সাড়ে দশটার দিকে থানার এসআই আসাদুজ্জামান শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে জনৈক রাসেলের মুরগির ফার্মের ভিতরে প্রকাশ্যে খেলার সময় তাদের আটক করে। এসময় খেলার তাস জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- মোঃ সুমন (২২), মোঃ রমজান (২২), মোঃ সোহেল (১৮), মোঃ হাশু (২১) ও সুমন মার্মা (২১)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফার্মের ভিতরে টাকা দিয়ে জুয়া খেলা চলছে। এমতাবস্থায় থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে জুয়া খেলা চলাকালীন ৫ জুয়াড়িকে আটক করে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় মামলা রুজু হয়েছে।
এদিকে বিপিএল খেলা নিয়েও পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকার চায়ের দোকানে টাকার বাজি ধরে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। খেলার বাজিতে অনেকে নিঃস্ব হয়ে পরিবারের সাথে ঝগড়ার সৃষ্টি করত। এতে সংসারে কলহ দেখা দিচ্ছে।
হাটহাজারী মডেল থানার ওসি মাসুদ আলম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ৫ জুয়াড়িকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।