ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও জন্ম শতবার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষ্যে স্মরণকালের শ্রেষ্ঠ আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। প্রায় ৩ কিলোমিটার আনন্দ শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দল, শিক্ষক-শিক্ষার্থী, সুধী মহলের উপস্থিতিতে বর্ণাঢ্য এই র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম এম সরকারি কলেজ মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান, সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমুখ। পরে বিকেল ৩টায় চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজী করা হবে।