আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জ থেকে অপহরণের শিকার এক কলেজছাত্রীকে করিমগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। অপহরণের একদিন পর করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিয়া এলাকা থেকে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করেন র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতাররা হলেন অপহরণের মূলহোতা মো. বিল্লাল হোসেন (২২) ও তার সহযোগী মো. তরিকুল ইসলাম রাব্বী (২১), মো. আবুল হোসাইন (২০) ও সৌরভ ঘোষ (১৯)।
র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এম শোভন খান বলেন, কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার পিটিআই দক্ষিণ গলির বাসিন্দা কলেজছাত্রী বাসা থেকে কলেজে যাওয়ার সময় বুধবার (২২ জানুয়ারি) বিকেলে অপহৃত হন। অভিযোগ পাওয়ার পর মোবাইল নম্বরের সূত্র ধরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে করিমগঞ্জ উপজেলার বালিখোলা এলাকায় অভিযান চালিয়ে কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কলেজছাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র : জাগো নিউজ