শাফায়েত ইসলাম নুরুল, সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের স্বনামধন্য বিদ্যাপীঠ ভাগলপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিভিন্ন ক্যাটাগরিতে মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেলিনা আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, উপজেলা নির্বাহী অফিসার দীপ্তিময়ী জামান, স্কুল গভার্নিং সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মস্ত, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমান ও জহুরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক মোঃ শামসুর রহমান প্রমুখ।