বিশেষ প্রতিনিধি ।।
“বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯”-এর ঢাকা বিভাগীয় পর্যায়ের কোয়ার্টার ফাইনালে আজ সোমবার টাঙ্গাইলের সাথে ৪-২ গোলে জয় পেয়েছে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার উত্তর দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে গড়ায়। দামপাড়ার কিশোরীরা দৃঢ়তা দেখিয়ে বড় জয় ছিনিয়ে নেয়। আগামীকাল তারা ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে।
এদিকে গতকাল রোববার দুপুরে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে উত্তর দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে।
রোববারের খেলায় উত্তর দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মানিকগঞ্জ সদর উপজেলার চরমত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে।
দাপটের সাথে খেলে রোববার উত্তর দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার শুরুর ১০ মিনিটেই প্রতিপক্ষ থেকে পেনাল্টি আদায় করে নেয়। শট নেন তাহমিনা। প্রতিপক্ষের জাল ভেদ করে দলকে এগিয়ে নেন (১-০) তিনি। ২৫ মিনিটে মানিকগঞ্জের চরমত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় পেনাল্টির সুযোগ পেয়েও পরাস্ত হওয়ায় শেষ হাসি ফুটে ওঠে দামপাড়ার কিশোরীদের মুখে।
রোববার অন্য অতিথিদের সাথে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন নিকলী উপজেলা চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূঞা, দামপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. আবু তাহের, থানা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান রবিন, দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বাসন্তী রানী সূত্রধর, সহকারী শিক্ষক পারুল আকতার, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও নুরুল ইসলাম মডেল কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন।
প্রথম খেলায় সফলতা এনে দেয়া উত্তর দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের একমাত্র গোলদাতা তাহমিনাকে বিশেষ পুরস্কার প্রদানের ঘোষণা দেন নিকলী উপজেলা চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূঞা।
অন্যদিকে একই ভেন্যুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিশোরগঞ্জ সদর উপজেলার সেহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সিঙ্গাইর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে।