ধনু নদে নৌকার সারেং নিখোঁজ, দু’দিনেও মিলেনি সন্ধান

নেত্রকোনা প্রতিনিধি ।।

নেত্রকোনার খালিয়াজুরীর পাচঁহাট এলাকায় বালুবাহী ইঞ্জিনচালিত একটি বড় (বাল্ককেট) নৌকা থেকে ধনু নদে পড়ে নিখোঁজ হওয়া সারেং জসিম উদ্দিনের (৩৫) সন্ধান দু’দিনেও মিলেনি।

নদে জেগে ওঠা চরে চলতি ওই নৌকাটির ধাক্কা লাগায় ঝাঁকি খেয়ে নৌকা থেকে পড়ে জসিম উদ্দিন নিখোঁজ হয়েছিলেন বুধবার (৫ জানুয়ারি) দুপুরে। তিনি বড়গুনা জেলার গলাচিপা উপজেলার সোনাখালি গ্রামের সোনা মিয়ার ছেলে।

নৌকার অন্যান্য মাঝি-মাল্লার বরাত দিয়ে খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, সুনামগঞ্জ থেকে বালু বোঝাই করা ওই নৌকাটি নিয়ে পটুয়াখালির উদ্দেশ্যে যাচ্ছিল। পরে খালিয়াজুরীর পাঁচহাট এলাকার ওই ধনু নদে জেগে উঠা চরে নৌকার ধাক্কা লাগায় সারেং জসিম উদ্দিন নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন।

ওসি আরো জানান, জসিম উদ্দিনকে উদ্ধার করতে ময়মনসিংহ ফায়ার সার্ভিস থেকে ৮ সদস্যের একটি ডুবুড়ি দল আনা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল থেকে পাঁচহাট এলাকার ধনু নদে নৌ চলাচল বন্ধ রেখে ওই দলটি উদ্ধার তৎপরতা চালিয়েছে। নদে আটকা পড়েছে শত শত নৌযান। জসিম নিখোঁজের ব্যাপারে থানায় জিডি করা হয়েছে বলেও জানান ওসি।

Similar Posts

error: Content is protected !!