খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাওর জনপদেও। মুনাফালোভিরা কৃত্রিম সংকট তৈরি করতে পারে শঙ্কায় নিকলী উপজেলা প্রশাসন সতর্কতামূলক মাইকিং করে যাচ্ছে। তারপরও দুর্গম যোগাযোগ ব্যবস্থাকে পুঁজি করে সক্রিয় বাজার সিন্ডিকেট ধরতে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্নার নেতৃত্বে শুক্রবার দুপুর থেকে চষে বেড়াচ্ছেন প্রান্ত থেকে প্রান্ত হাওর জনপদগুলোয়।
অভিযানের শুরুতেই তিনি উপজেলা সদরের ষাইটধার মোড়, নতুন বাজার ও পুরান বাজারে ১৪টি প্রতিষ্ঠানকে পণ্যমূল্যে অসঙ্গতির দায়ে বিভিন্ন মাত্রায় জরিমানা করেন। অনাদায়ে কারাদণ্ডের বিধানে নগদ আদায় করেছেন ১ লক্ষ ৭২ হাজার টাকা।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না জানান, শুধু সতর্কতা জারিতে কাজ নাও হতে পারে সন্দেহে মাঠে নামি। সত্যতাও পাই। এ উপজেলায় কৃত্রিম সংকট নিরসনে ও বাজার নিয়ন্ত্রণে এ অভিযান চলমান থাকবে।