ধামইরহাটে দুটি খাল খননের উদ্বোধন করলেন সাংসদ শহীদুজ্জামান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে ৮৭ লক্ষাধিক টাকা বরাদ্দে দুটি খাল পুনঃখননের উদ্বোধন করা হয়েছে। ১৯ মার্চ উপজেলার টুটিকাটা খাল ও ঘুকসী খাল পুনঃখননের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।

নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, ঘুকসী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির (পাবসস) সভাপতি কাউন্সিলর আব্দুল হাকিম, সম্পাদক শামীম রেজা, টুটিকাটা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির (পাবসস) সভাপতি মোতারব মাস্টার, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাব সম্পাদক মেহেদী হাসান, যুবলীগের সহ-সভাপতি সেলিম মাহমুদ রাজু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী আলী হোসেন জানান, দুটি খাল পুনঃখননে বরাদ্দ রয়েছে ৮৭ লাখ ২৩ হাজার ৪৬৮ টাকা। খাল দুটি খনন সম্পন্ন হলে কৃষি চাষাবাদ, মৎস্যসম্পদ বৃদ্ধি পাবে, বিশেষ করে খরিপ মৌসুমে পানি পাওয়া যাবে, যা দিয়ে হাঁস পালন, সব্জি চাষ উৎপাদন বৃদ্ধি সহ কৃষকদের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে ও তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে।

Similar Posts

error: Content is protected !!