মহিবুর রহিমের দু’টি কবিতা : ঝড়ের চেতনা, বিপ্রতীপ

ঝড়ের চেতনা
কর্পোরেট কালচারে ঢেকে গেছে জনতার ভাষা
নাগরিক নর্তকীর ভোজবাজি ধূলির ধুয়াশা
প্রাণহীন বিলাসিনী ফ্যাশনের আড়ালে ঢেকেছে
জাতির প্রত্যাশা গুলো, হট্টগোলে ম্লান হয়ে গেছে।

চৈত্রের চণ্ডালী রোদে স্তব্দবাক উদার প্রকৃতি
নিজের সম্ভ্রম নিয়ে আতঙ্কিত, অধিকার হারা
বসন্তের ইতিহাস কলঙ্কিত, বিভ্রান্ত প্রতীতি
নদীর কবরে বহে লু হাওয়া মরণ সাহারা

অন্ধকার মেঘে মেঘে বৈশাখের দগ্ধ নি:শ্বাসে
জমে আছে অগণন মাটিলগ্ন মনুষ্য বেদনা
কতদিন রোদে জ্বলে স্বপ্নাহত উড়েছে আকাশে
আজ তারা গড়ে তোলে সংক্ষুব্দ ঝড়ের চেতনা।
বিপ্রতীপ

পৃথিবী কাপছে প্রোপাগান্ডার ভারে
ধ্বংসের গানে মিথ্যার বিলাসিতা
সময় গড়ায় দুঃসহ হাহাকারে
পাষণ্ড গড়ে মূল্যবোধের চিতা

অস্ত্রই সব ক্ষমতার উৎস আজ
ধ্বংস ক্ষমতা সভ্যতার মাপকাটি
মোড়ল সেজেছে গুটিকয় অস্ত্রবাজ
খুনিই এখন ন্যায় বিচারক খাটি!

মেধার বিকাশ পেশীতেই শোভমান
পুজির খোড়লে হায়েনার চিৎকার
স্বাধীনতা আজ গলিত শবের গান
তৃতীয় বিশ্বে বিপন্ন অধিকার

স্বপ্ন পেয়েছে ভাগারের পরিণতি
ব্যর্থ মনীষা লুকায় গোপন গর্তে
মানুষের হাতে সীমাহীন দুর্গতি
অনাকাঙ্ক্ষিত নরক নেমেছে মর্তে।

Similar Posts

error: Content is protected !!