ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁয় পরকীয়ার জের ধরে মা কর্তৃক মেয়েকে খুনের ঘটনায় পলাতক মাকে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ। ২৮ মার্চ দুপুরে উপজেলার জাহানপুর এলাকা থেকে খুনি মা তামান্নাকে (৩০) আটক করা হয়।
থানা পুলিশ জানায়, নওগাঁ সদরের রঘুনাথপুর সরদার পাড়া এলাকার প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী দীর্ঘদিন ধরে পরকীয়ায় সম্পৃক্ত ছিল। ২৭ মার্চ নিজ মেয়ে সুমাইয়া আকতারকে (৬) খুন করে পালিয়ে যায়। বিষয়টি ২৮ মার্চ জেলার বিভিন্ন থানা এলাকায় ছড়িয়ে পড়লে ধামইরহাট থানার ওসি শামীম হাসান সরদারের নেতৃত্বে এএসআই আমিনুল ইসলাম গোপন সংবাদের প্রেক্ষিতে জাহানপুর অলকপাড়া থেকে আটক করে।
থানা পুলিশ আটককৃত মেয়ে হত্যাকারী তামান্নাকে নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়েছে।