বাজিতপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্য সহযোগিতা

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অধিকতর দরিদ্রদের মাঝে দেশব্যাপি শনিবার (২৮ মার্চ) থেকে খাদ্য সহযোগিতা প্রদান করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলাসহ ১৩ উপজেলায় প্রাথমিক অবস্থায় ১০ হাজার দরিদ্রদের মাঝে ১০ লাখ টাকা ও ১০০ টন চাল খাদ্য সহযোগিতা প্রদান করা হয়।

বাজিতপুর উপজেলায় ১১টি ইউনিয়নে উপজেলা প্রশাসনের মাধ্যমে ৮০০শত দুঃস্থ পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু ও একটি জীবাণুনাশক সাবান বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী ও পিআইও অফিসের কার্যকরী সহকারী মো. ওসমান গণি।

Similar Posts

error: Content is protected !!