খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি ।।
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মুসলিমপুর বাজারে রোববার (২৯ মার্চ) দুই শতাধিক মানুষের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে।
বুয়েটের EEE বিভাগের ছাত্র ও মুসলিমপুরের কৃতীসন্তান তানভীর হোসেন জয়ের উদ্যোগে “জাগো” অর্গানাইজেশন-এর পক্ষ থেকে মুসলিমপুর বাজারে এই কার্যক্রম পরিচালিত হয়। উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক মেম্বার হাছান আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, “জাগো” অর্গানাইজেশন-এর কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
গণ্যমান্য ব্যক্তিগণ “জাগো”র মাধ্যমে যেন সমাজের উন্নতির ধারা সুদূর প্রসারিত হয় সে আশাবাদ ব্যক্ত করেন।