মোঃ নজরুল ইসলাম, অষ্টগ্রাম প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের আলীনগরে বর্তমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রেনাসাঁর উদ্যোগে খাদ্যদ্রব্য ও স্যানিটাইজার বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০টি পরিবারে পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল ও হাতধোয়ার জন্য ৬০০ পরিবারে একটি করে সাবান বিতরণ করা হয়।
আগের দিন বুধবার তাদের উদ্যোগে বিভিন্ন স্কুল, মসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাট ও প্রত্যেক বাড়ির আঙ্গিনায় জীবাণুনাশক স্প্রে করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রেনাসাঁর উপদেষ্টা জয়নাল আবেদীন মোল্লাহ, সভাপতি নূর হোসেন, সেক্রেটারি মাসুদ রানা, কোষাধ্যক্ষ শেখ বোরহান উদ্দিন প্রমুখ।