“আমরা বঞ্চিত মানুষের কথা বলি”র উদ্যোগে ত্রাণ সহায়তা

নিজস্ব প্রতিবেদক ।।

“আমরা বঞ্চিত মানুষের কথা বলি” সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতি ও নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ (তুলিপ)-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (১ এপ্রিল) ইউনিয়ন পরিষদ-এর বাইরে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

পরিবার প্রতি ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১টি সাবান ও ৫০ গ্রাম কালো জিরা হেঁটে বাড়ি বাড়ি গিয়ে প্যাকেট করে পৌঁছে দেন।

সংগঠনের সভাপতি সবাইকে মাস্ক পরিধান করার জন্য বলেন। সেই সাথে সরকারি নির্দেশনা অনুযায়ী সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করা এবং বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

এছাড়াও নিকলী ইউনিয়নে রিকশা ও ভ্যানচালকদের মাঝেও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

Similar Posts

error: Content is protected !!