পাকুন্দিয়ায় করোনার লক্ষণে মৃত্যু, ১০০ বাড়ি লকডাউন

আমা‌দের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত যুবকের বাড়িরসহ আশপাশের প্রায় একশটি বাড়ি ‘লকডাউন’ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার নামা পুটিয়া গ্রামের নিজ বাড়িতে ওই যুবকের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন ওই যুবক। কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।

মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্বাস্থ্য বিভাগের লোকজন এসে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত যুবকের বাড়িসহ আশপাশের প্রায় একশটি বাড়ি লকডাউন ঘোষণা করে সব ধরনের চলাচল বন্ধ করে দেয়।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান সংবাদমাধ্যম‌কে জানান, মৃত যুবকের বাড়িসহ আশপাশের প্রায় একশটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ওইসব বাড়ির লোকজনকে সব রকমের সহায়তা দেওয়া হবে।

সূত্র : ব‌াংলা‌নিউজ২৪

Similar Posts

error: Content is protected !!