নিকলীতে স্বউদ্যোগে এক গ্রাম ও এক বাড়ি লকডাউন

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

করোনাভাইরাস কোভিট-১৯ আতঙ্ক ও প্রতিরোধে মঙ্গলবার (৮ মার্চ) কিশোরগঞ্জের নিকলীতে নিজেদের গ্রাম লকডাউন করে দিয়েছে কামালপুর স্টুডেন্ট এসোসিয়েশন নামের একটি সংগঠন। এছাড়াও সদরের বড়হাটি এলাকার শফিকুল ইসলাম বহিরাগতে নিষেধ করে নোটিশ লাগিয়েছে বাড়িটির প্রবেশ মুখে।

জানা যায়, করোনাভাইরাস কোভিট-১৯ প্রতিরোধে নিকলী উপজেলা প্রশাসন সকল প্রকার জনসমাগম নিষিদ্ধ করে। অহেতুক চলাচলে থানা-পুলিশ টহল দেয়। নিষেধ অমান্যকারিদের শাস্তি ও জরিমানা করতে শুরু করে ম্যাজিস্ট্রেট। নিভৃত গ্রাম জারইতলা ইউনিয়নের কামালপুরে পার্শ্ববর্তী এলাকার লোকজনের আনাগোনা বেড়ে যায়।

গ্রাম্য দোকানগুলিতে অধিক রাত পর্যন্ত চলে আড্ডা। এতে গ্রামবাসির স্বাভাবিক জীবন ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কামালপুর স্টুডেন্ট এসোসিয়েশন নামের একটি সংগঠন গ্রামটি লকডাউন ঘোষণা করে। গ্রামের প্রবেশ মুখ বাঁশের আঁড় দিয়ে বন্ধ করে দেয়। জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া গ্রামবাসির সুরক্ষায় পানি ও সাবানের ব্যবস্থা করে।

কামালপুর স্টুডেন্ট এসোসিয়েশনের মুখপাত্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা অনুষদের ছাত্র শেখ মোবারক হোসেন সাদী জানান, সরকারের একার পক্ষে করোনা পরিস্থিতি মোকাবেলা সম্ভব নয়। তাই আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ি অর্থ ও শ্রম দিয়ে নিজ গ্রামের ঘরে ঘরে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই গ্রামের শিক্ষার্থিরা যারা সংগঠনটির সদস্য সবাই পালাক্রমে দায়িত্ব পালন করছি।

Similar Posts

error: Content is protected !!