আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জে আরও ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা সাতজনে দাঁড়ালো। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্ত ছয়জনের মধ্যে কিশোরগঞ্জ সদরে দুইজন, ইটনায় দুইজন, ভৈরবে একজন ও পাকুন্দিয়া উপজেলার একজন রয়েছেন। এর আগে গত ৫ এপ্রিল জেলার করিমগঞ্জে জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়া এক যুবকের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়।
এদিকে শুধুমাত্র করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। এ হাসপাতালে অন্য কোনো রোগীর চিকিৎসা হবে না।
অপরদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি।
সূত্র : জাগোনিউজ২৪