দক্ষিণ কোরিয়াস্থ নিকলী কমিউনিটির ত্রাণ বিতরণ

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

চলমান করোনা প্রতিরোধ পরিস্থিতিতে সোমবার (১২ এপ্রিল) দুপুরে নিকলী উপজেলার সাড়ে তিনশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে দক্ষিণ কোরিয়াস্থ নিকলী কমিউনিটি।

চাল, ডাল, আলু, পেঁয়াজ সমৃদ্ধ ত্রাণ প্যাকেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুস ভূইয়া ও নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, নিকলী সদর ইউনিয়ন চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া, হামিদ আলী, আদম আলী প্রমুখ।

উদ্বোধনের পর রিকশাযোগে স্বেচ্ছাসেবকগণ এসব ত্রাণসামগ্রি প্রাপকদের বাড়ি বাড়ি পৌঁছে দেন।

কমিউনিটির ত্রাণ কার্যক্রম বিতরণের সমন্বয়কারি দিদারুল আলম জানান, এলাকায় জনসেবামূলক কার্যক্রমে দক্ষিণ কোরিয়াস্থ নিকলী কমিউনিটি সব সময় কাজ করে আসছে। এই দুর্যোগে আমরা প্রাথমিক পর্যায়ে কিছু পরিবারের পাশে দাঁড়িয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমাদের ভালো কিছুর উদ্যোগ অব্যাহত থাকবে।

Similar Posts

error: Content is protected !!