ক‌রিমগঞ্জে ২৫ বস্তা চালসহ কালোবাজারি আটক

আমা‌দের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ বস্তা চালসহ বাচ্চু মিয়া নামে এক কালোবাজারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে করিমগঞ্জ উপজেলার চামড়াঘাট এলাকা থেকে চালসহ তাকে আটক করা হয়। আটক বাচ্চু মিয়া করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের ফজলু মিয়ার ছেলে।

করিমগঞ্জ থানা পুলিশের ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, করিমগঞ্জ উপজেলা থেকে এসব সরকারি চাল পাচার করা হচ্ছিল। গোপনে খবর পেয়ে চামড়াঘাট এলাকা থেকে বাচ্চুকে আটক করা হয়। তার কাছ থেকে ২৫ বস্তা উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি দরের ৫৭ বস্তা চাল উদ্ধার করা হয়।

একই দিন বিকেলে উপজেলার দামিহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আইনুল ইসলামের ভগ্নিপতি আবু খার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৮ বস্তা চালসহ ডিলারের ভাই দামিহা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রমজানকে আটক করে পুলিশ।

সূত্র : জা‌গোনিউজ২৪

Similar Posts

error: Content is protected !!