আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাট উপজেলায় ওএমএস চাল বিক্রি বন্ধ হওয়ায় ব্যাপক সমস্যায় পড়েছেন সাধারণ কর্মহীন মানুষ। সেই সমস্যা দূর করতে কর্মহীন দিনমজুরদের নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা আওয়ামীলীগ নেতা। দুর্দিনে ছিন্নমূল ও কর্মহারা গৃহবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন এই আওয়ামীলীগ নেতা।
জানা গেছে, ধামইরহাট উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ১৫ এপ্রিল সকাল থেকে ২শত পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ৫ কেজি করে চাল নিজ তহবিল থেকে প্রদান করেছেন। যিনি ইতিপূর্বে ইলেক্ট্রনিক মিডিয়া ৭১ টেলিভিশনের রাত ১২টার বিশেষ আলোচনায় অংশগ্রহণে আওয়ামী লীগ নেতার এই সহযোগিতা করায় সারাদেশে সুনাম অর্জন করেছেন।
তিনি বলেন, দেশের এই মহামারীতে খেটে খাওয়া শ্রমজীবি মানুষ, কৃষক, শ্রমিক ও যারা দিন আনে দিন খায় তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালীদের আহ্বান জানিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা, আমি সেই ডাকে সাড়া দিয়েছি, ইতিপূর্বেও আমি ৬শত পরিবারকে চাল কেনার জন্য অর্থ সহায়তা প্রদান করেছি। আজকে দুইশত পরিবারকে খাদ্যসামগ্রী দিচ্ছি, ভবিষ্যতে যে কোন দুর্যোগে ধামইরহাট পৌরবাসীর পাশে থাকবো।”
বিতরণকালে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, পৌরসভার কাউন্সিলর মো. আব্দুল হাকিম, আ’লীগ নেতা তমিজ উদ্দিন, মতিউর রহমান মতি, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।