হাটহাজারীতে পরিত্যক্ত দুইটি অস্ত্র উদ্ধার!

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

হাটহাজারীতে দুইটি পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ মনছুরাবাদ কলোনীর গুন্ডিশাহ মাজারের খাদেমের খামার ঘরের পাশ খড়ের স্তুপ থেকে সাদা প্যাকেটে মোড়ানো অবস্থায় একটি দেশীয় এলজি ও একটি সিঙ্গার সুটারগান উদ্ধার করে। এ ঘটনায় মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। যার নং-৫১২।

থানা সূত্রে জানা যায়, মির্জাপুর ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউছুপ সকাল সাড়ে ১১টার সময় থানায় মোবাইল ফোনে একটি ব্যাগ পরিত্যক্ত ২টি অস্ত্রসহ পড়ে আছে। খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) এআই তৌহিদুল করিম বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চৌকিদারের মাধ্যমে লাল কাপড় মোড়ানো ০১(এক)টি দেশীয় তৈরী এলজি, যা কাঁঠের বাটসহ লম্বা ১৯ ইঞ্চি, যা ট্রিগার অকেজো ও একটি সুটারগান জব্দ করে। তবে অস্ত্রগুলো কার সে বিষয়ে কিছু জানা যায়নি।

এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা গণমাধ্যম কর্মীদের বলেন, দুইটি পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Similar Posts

error: Content is protected !!