আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে সারা দেশের মানুষ যখন কর্মহীন হয়ে গৃহবন্দি, ঠিক সে সময় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিলেন শিক্ষক দম্পতি, পাশে দাঁড়িয়ে দরিদ্র মানুষের খাদ্য সহায়তা দিয়ে।
জানা গেছে, ১৭ এপ্রিল সকালে নিজ গ্রাম নওগাঁর ধামইরহাটে মালাহারে আব্দুল গণি মণ্ডলের ছেলে বেড়ীতলা একাডেমিক সহকারী শিক্ষক নূরে আলম ও তার স্ত্রী কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হুরুন নেছা নিজ গ্রামের ৪০টি দরিদ্র কর্মহীন পরিবারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এ সময় তারা প্রতিটি বাড়িতে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ১টি সাবান প্রদান করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান ও প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা বলেন, “শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। সেখানে তারা শিক্ষা দানের পাশাপাশি বিপদ মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।”