খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে তনয় সূত্রধর (২৫) নামে এক যুবকের করোনা কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে। তার বাড়ি উপজেলার দামপাড়া ইউনিয়নের সূত্রধর পাড়ায়। বাবার নাম কৃষ্ণ সূত্রধর। ইউনিয়নটির ৫নং ওয়ার্ডকে লকডাউন ঘোষণা করে এলাকাটিতে বহিরাগতদের সকল প্রকার কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে মাইকিং করেছে প্রশাসন।
জানা যায়, আক্রান্ত যুবক তনয় সূত্রধর কোরিয়ান ভাষা শিক্ষার জন্য দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে অবস্থান করছিলো। জেলাটি করোনার হট জোন ঘোষণা করা হলে ২৭ মার্চ নিজ বাড়ি দামপাড়ায় ফিরে আসে। ৫-৬ দিনের মধ্যেই তার করোনা উপসর্গ দেখা দেয়। তার পরিবার বিষয়টি গোপন করে স্থানীয় বাজারের ফার্মেসি থেকে ওষুধ সংগ্রহ করে আসছিলো।
নিরাময় সম্ভাবনা না দেখে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মি ও দামপাড়া বাজারের ফার্মেসি মালিক উজ্জ্বল সূত্রধরের কাছে যায় তনয়ের মা। উপসর্গের বিবরণ শোনে উজ্জ্বল স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন করলে ১৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। ১৭ এপ্রিল পর্যন্ত সংগৃহীত ১৮ নমুনার মধ্যে ১৭ জনের করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। তনয়ের রক্তে করোনা পজেটিভ দেখা যায়।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১৮ এপ্রিল শনিবার দামপাড়া ইউনিয়নের আহসানপুর থেকে উমর ফারুক (৬০) ও নিকলী সদরের মীরহাটি গ্রাম থেকে মর্জিনা (২৭) নামের আরও দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট হোম কোয়ারেন্টিনে রয়েছে ৩১১ জন। আইসোলেশনে কেউ নেই।