হাওরে হিলিপ-এর আয়বর্ধনমূলক প্রশিক্ষণ

সংবাদদাতা ।।
স্থানীয় সরকার প্রকৌশল-এর অধীনে হাওর অবকাঠামো ও জীবিকার মান উন্নয়ন প্রকল্পে আয়বর্ধক কাজের জন্য দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ নিকলীতে ২৫শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। উপজেলার নিকলী, দামপাড়া, সিংপুর, ছাতিরচর ইউনিয়নের ২০জন নারী-পুরুষ এই প্রশিক্ষণ গ্রহণ করছেন। আগামীকাল ২ মার্চ বুধবার সপ্তাহব্যাপী প্রশিক্ষণটি সমাপ্ত হবে। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের লোকজনের এ প্রশিক্ষণ গ্রহণের সুযোগ থাকবে। প্রশিক্ষণে বেতের তৈরি কূলা, ডুলা, ধামা, খাচা, মোড়া, হাতপাখা, টেবিল ল্যাম্প, পলো, পাটি বানানোর কলাকৌশল শেখানো হচ্ছে। প্রকল্প প্রশিক্ষক মনোরনজন রায় জানান, হাওরের মানুষ বর্ষাকালে ৬ মাসের জন্য বেকার হয়ে যায়। এই প্রশিক্ষণ বেকারত্ব দূর করতে সহায়ক হবে।

hilip

hilip2

Similar Posts

error: Content is protected !!