খালিয়াজুরীতে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ

মহসিন মিয়া, নেত্রকোনা প্রতিনিধি ।।

করোনা পরিস্থিতিতে নেত্রকোনার খালিয়াজুরীতে কর্মহীন ২৪০টি পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে (১৯ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিনের নিজস্ব অর্থায়নে ওই ত্রাণ বিতরণ হয় খালিয়াজুরী সদরের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে।

ত্রাণ বিতরণের দায়িত্ব পালন করেন খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক গোলাম আবু ইছহাক, সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী ও খালিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিহারেন্দু দেব রায় তপু।

প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ বিতরণে দায়িত্ব পালনকারীরা।

Similar Posts

error: Content is protected !!