মহসিন মিয়া, নেত্রকোনা প্রতিনিধি ।।
করোনা পরিস্থিতিতে নেত্রকোনার খালিয়াজুরীতে কর্মহীন ২৪০টি পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে (১৯ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিনের নিজস্ব অর্থায়নে ওই ত্রাণ বিতরণ হয় খালিয়াজুরী সদরের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে।
ত্রাণ বিতরণের দায়িত্ব পালন করেন খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক গোলাম আবু ইছহাক, সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী ও খালিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিহারেন্দু দেব রায় তপু।
প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ বিতরণে দায়িত্ব পালনকারীরা।