হোসেনপুরে মারা যাওয়া ১০ বছরের শিশুর করোনা শনাক্ত

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের হোসেনপুরে জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়া ১০ বছরের এক শিশুর নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভি রিপোর্ট পাওয়া গেছে। এ ঘটনার পর উপজেলার পানান গ্রামটি লকডাউন ঘোষণা করা হয়েছে। শিশুটির সংস্পর্শে আসা লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাছিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার (১৭ এপ্রিল) নিজ বাড়িতে মারা যায় হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পানান গ্রামের আবু সাঈদের ১০ বছরের শিশু মো. মিজান। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। বিশেষ ব্যবস্থায় তার দাফন হয়। রোববার (১৯ এপ্রিল) রাতে ঢাকা থেকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। শিশুটির মৃত্যুর পর এলাকায় স্বাস্থ্য নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

 

সূত্র : জাগোনিউজ২৪

Similar Posts

error: Content is protected !!