নিকলীতে কৃষকের ধান কেটে দিলেন উপজেলা চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক অনন্য নজির স্থাপন করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূঁইয়া (জনি)। আজ সোমবার (২০ এপ্রিল) তিনি উপজেলার কারপাশা ইউনিয়নের রাসেল মিয়া নামে এক কৃষকের ধান কেটে নিজে মাথায় করে বাড়িতে দিয়ে আসেন। কারপাশার বড় হাওরে ধান কাটার এ সময় তার সাথে ছিলেন ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ অন্তত ৪০ জন সহযোগী। উপজেলা পরিষদের মতো বড় দায়িত্বে থেকেও সাধারণ কৃষকের ধান কেটে দেয়ায় এলাকায় এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন।

করোনার এ ভয়াবহ দিনগুলোতে তিনি মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন জনগণের নানামুখী সেবা দেয়ার জন্য। এবার ধান কাটার মাধ্যমে নিকলীতে এমন নতুন নজীর স্থাপন হলো। এ প্রসঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূঁইয়া বলেন, দেশের এ সঙ্কটকালে পরস্পরের সহযোগিতায় এগিয়ে এলে সব বাধা পেরিয়ে যাওয়া সম্ভব। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ দূরত্ব বজায় রেখে কৃষিকাজে অংশ নিতে।

তিনি আরো বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এলাকার প্রায় সব পেশাজীবীই বেকার সময় কাটাচ্ছেন। এখন আর বসে থাকার সময় নেই। এই দূর্যোগে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নিজের ধান নিজেই কাটি। পাশাপাশি প্রতিবেশির জমিতে ধান কাটায় সাহায্য করি।

Similar Posts

error: Content is protected !!