খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ এপ্রিল) রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার গুরুই ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র মোঃ সালামিন (১৮), রুছমত আলীর পুত্র পনু মিয়া (১৮) ও গুরুই আশ্রয় শিবিরের বাসিন্দা পাগলা রহিমের পুত্র মোঃ রাকিব (১৯)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে নিকলী উপজেলার গুরুই আশ্রয় শিবিরের বাসিন্দা ঐ কিশোরী তার নিজ ঘরে একা ঘুমিয়ে ছিল। মা-বাবা ছিল পাশের ঘরে। রাত প্রায় ১১টার দিকে আসামিরা বেড়া কেটে ঘরে প্রবেশ করে। অভিযুক্ত তিনজন কিশোরীর মুখ চেপে একটি জঙ্গলে নিয়ে যায়। কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে।
এক পর্যায়ে কিশোরীরর ডাক-চিৎকারে বাবা-মা ও এলাকার লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। বিষয়টি তার মা-বাবা সোমবার বিকেলে এসে নিকলী থানা-পুলিশকে জানান।
রাকিবের ভাই সালাউদ্দিনসহ একাধিক এলাকাবাসি বলেন, এলাকার মহিলারা স্থানীয়ভাবে কিশোরীর পরীক্ষা করে আগেই অন্তঃসত্ত্বা রয়েছে বলে জানান। ঐ কিশোরী ও তার মা এলাকায় দেহব্যবসায় লিপ্ত। অভিযুক্তরা নিরীহ ও ঢাকায় শ্রমিকের কাজ করে। লকডাউনের আগে বাড়ি আসে। প্রভাবশালী কোনো মহল নিজেদের দায় তাদের উপর চাপিয়ে দিতে কিশোরীর পরিবারকে বাধ্য করেছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাসছুল আলম সিদ্দিকী বলেন, পুলিশ ঘটনা শোনার পর তিনি নিজেসহ সঙ্গীয় অফিসারদের নিয়ে তাৎক্ষণিক গুরুই ইউনিয়নে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। শারীরিক পরীক্ষার জন্য ঐ কিশোরীকে মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে।