আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার পেলেন পলাশ মাহবুব

এসিআই ফান কেক-আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও নাট্যকার পলাশ মাহবুব। এবারের বইমেলায় পাঞ্জেরি থেকে প্রকাশিত পলাশ মাহবুবের ‘মা করেছে বারণ’ গ্রন্থের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়।

palash_mahbub

গতকাল সোমবার পলাশ মাহবুব ‘মা করেছে বারণ’ বইটির প্রকাশককে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পুরস্কারের জন্য যারা নির্বাচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান।

এ বছর আরও পুরস্কার পেয়েছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আলী ইমাম, জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক এবং ছড়াকার মামুন সারওয়ার। বইমেলার শেষ দিনে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান এবং বিশিষ্ট শিশু সাহিত্যিক লুৎফর রহমান রিটন। অচিরেই অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

Similar Posts

error: Content is protected !!