খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে ২ ডাক্তার, অ্যাম্বুলেন্স ড্রাইভারসহ ৪ জন আক্রান্তের ফলাফল পাওয়া গেছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ-এ। উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
নিকলী হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল সংগৃহীত ১৮ জনের নমুনার মধ্যে তন্ময় সূত্রধর (২৫) নামের এক যুবকের করোনা পজেটিভ পাওয়া যায়। ১৮ এপ্রিলের পরে স্বাস্থ্যকর্মীসহ আরও ১০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ২২ এপ্রিল (বুধবার) রাতে ফলাফল জানতে পারে নিকলী করোনা প্রতিরোধ কমিটি।
নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নূরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর (৪৪), হাসপাতালের ডাক্তার টুম্পা দাস (৩০), অ্যাম্বুলেন্সচালক শামীম মিয়া (৫২) ও উপজেলা সদরের মীরহাটি গ্রামের মর্জিনা (২৭) নামের এক মহিলার দেহে করোনা ভাইরাস পজেটিভ দেখা দেয়। এর পরই নিকলী হাসপাতালকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
নিকলী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুদ্দিন মুন্না আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে আমাদের নিকলী ডটকম’কে জানান, আসলে লকডাউন শব্দটা বুঝতে না পেরে অনেকেই বিভ্রান্তির শিকার হচ্ছেন। এ উপজেলাকে আরও আগেই লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্ত এলাকার ক্ষেত্রে আমরা অধিক কঠোর ব্যবস্থা নিচ্ছি।