মহি উদ্দিন লিটন, বাজিতপুর ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া মধ্যপাড়া গ্রামে সকাল সাড়ে ৬টায় মৃত নূরচান ভূইয়ার ছেলে রেজাউল করিম রাজা মিয়ার (৫৫) লাশ একটি নিমগাছের মধ্যে হাঁটুভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তার লাশ ময়নাতদন্তের জন্য বাজিতপুর থানার পুলিশ কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মৃত রেজাউল করিম রাজা মিয়ার স্ত্রী মিনা আক্তার (৪০), তার মেয়ে তমা আক্তার (১৪) ও ছোট ছেলে রাকিব মিয়াকে (১২) জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রেজাউল করিম রাজা মিয়া এ নিয়ে তিনটি বিয়ে করেন। তার স্ত্রী মিনা আক্তার নিজ এলাকায় একটি ফার্মে চাকরি করতেন। পারিবারিক কলহের জের ধরে রেজাউল করিম রাজা মিয়াকে কে বা কারা ফোন করে ফাঁসিতে ঝুলিয়েছেন। বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।