মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) ।।
হবিগঞ্জের লাখাইয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন লাখাই উপজেলার নবাগত নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। রোববার সাড়ে ১০টার নিজ কার্যালয়ে সমাজিক দূরত্ব মেনে মতবিনিময়কালে তিনি উপজেলার সার্বিক পরিস্থিতি, সমস্যা, সম্ভাবনা ও বিভিন্ন উন্নয়নের প্রতিবন্ধকতা থেকে উত্তরণের বিষয়ে আলোচনা করেন।
এ সময় তিনি উপজেলার সার্বিক উন্নয়নে ও একটি সুন্দর, সুশৃঙ্খল মাদক ও অপরাধ প্রবণতামুক্ত উপজেলায় রূপ দেয়ার আশ্বাস ব্যক্ত করে উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলীনোয়াজ, রিপোর্টার্স সভাপতি বাহার উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক দেবাশিষ আচার্য্য, মহসিন সাদেক, সুমন আহম্মদ বিজয়, ছায়েদুর রহমান, আতাউর রহমান, শাহীনুর রহমান মোল্লা প্রমুখ।