সংবাদদাতা ।।
কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলাবাসী যারা ঢাকায় বসবাস করেন এমন সবাইকে নিয়ে গঠিত সংগঠন “ঢাকাস্থ নিকলী সমিতি”র বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটন জানান, সভার আলোচ্য বিষয়ের মধ্যে রাখা হয়েছে কমিটি পুনর্গঠন, কার্যক্রম বেগবান করা ও বিবিধ।
ঢাকায় বসবাসকারী নিকলীর সবাইকে সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। তোপখানা রোডস্থ হোটেল বৈশাখীতে (জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) আয়োজিত এই অনুষ্ঠান শুরু হবে ৪ মার্চ শুক্রবার সন্ধ্যা ৬.২০ টায়।