আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে সম্প্রতি দুর্যোগ করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ্, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে ২৬ এপ্রিল সকাল ১১টায় শংকরপুর উচ্চ বিদ্যালয় মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে ৬০টি পরিবারের সদস্যদের মাঝে আটা ৩ কেজি, আধা কেজি তেল, ছোলা, মুড়ি, আলু-করলা ও ১টি করে সাবান বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
বিতরণকালে আলমপুর ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি জাহিদ হাসান, সহ-সভাপতি সোহরাব হোসেন, সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রেস ক্লাব সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম এ মালেক, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল্লাহেল বাকী, সাইফুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী করোনাভাইরাস প্রতিরোধে সকলকে ঘরে থাকা ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান এবং হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের খোঁজ-খবর নেন। তাদেরকেও খাদ্যসামগ্রী দেওয়ার জন্য তাদের তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।