আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণে খেটে খাওয়া সাধারণ মানুষ অতিকষ্টে দিন যাপন করছেন। গ্রামে গ্রামে ও মফস্বল এলাকায় দেখা দিয়েছে অর্থের পাশাপাশি খাদ্য সংকট। সরকার তালিকা করে প্রতিটি বাড়িতে ত্রাণসামগ্রী দিয়ে সহায়তা করছেন। এমন সময় ধামইরহাটের কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকতার হোসেন ২৭ এপ্রিল সকাল থেকে আগ্রাদ্বিগুন ইউনিয়নের ২টি ওয়ার্ডে ৬ শত পরিবারে লালশাক, পুঁইশাক, ডাটাশাক, পাটশাক, কাচা মরিচ, মিষ্টি লাউ, ঢেড়শ, বেগুন বিতরণ করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আকতার হোসেন জানান, আজকে ৬শ’ পরিবারে শাক-সবজি বিতরণ করা হয়েছে। আগামী ও পরশু দিনের মধ্যে ৯টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৩শত পরিবারসহ মোট ২৭ শত পরিবারে শাক-সবজি বিতরণ করা হবে।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা কাজী ফারুক, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, শাহিদ খান, শাহিনুর ইসলাম, জাহিদ হাসান শোভন, মোহাম্মদ আলী, এজাবুল হোসেন, সাংবাদিক পাস্কায়েল হেমরম, জাহিদ হাসান প্রমুখ।