খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কল্পনা (২০) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
কল্পনা উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের জুম্মাবাড়ির রইছ আলী মুন্সির কন্যা ও একই গ্রামের আব্দুল গফুরের পুত্র ঢাকায় কর্মরত পাদুকা শিল্পী খলিল রহমানের স্ত্রী।
এলাকাবাসি ও কল্পনার পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে পারিবারিক সম্মতিতে খলিল রহমানের সাথে কল্পনার বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যেই কল্পনা বাপের বাড়িতেই স্বামীকে নিয়ে সংসার পাতেন। ঘটনার দিন মঙ্গলবার সকালে দু’জনেই নিজ ঘরে নাস্তা করেন। খলিল বাইরে বেরিয়ে যান। কিছু সময় পরে বাড়ির লোকজন কল্পনাকে ডাকাডাকি করে সাড়া পায় না। ঘরে ঢুকে দেখতে পায় বাঁশের আড়ার সাথে ওড়নার ফাঁসে কল্পনা ঝুলে রয়েছেন। তখন সে মৃত এবং তার পা সন্দেহজনকভাবে মাটির সাথে লাগানো। আত্মীয়স্বজনের সন্দেহ হলে নিকলী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে।
নিকলী থানা সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।