সংবাদদাতা।।
কিশোরগঞ্জের নিকলীতে অজ্ঞান অবস্থায় হাত-পা বাঁধা এক ব্যক্তিকে উদ্ধার করেছে নিকলী থানা পুলিশ। একটি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর বেলা নিকলী সদরের বেড়িবাধ সংলগ্ন একটি পতিত জমিতে অজ্ঞান অবস্থায় ঐ ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী নিকলী থানায় খবর দেয়। খবর পেয়ে নিকলী থানা পুলিশ অজ্ঞান ব্যক্তিকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার হাতে, পায়ে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারকৃত ব্যক্তি নিকলী সদর ইউনিয়নের পূর্বগ্রাম সরদারহাটি গ্রামের মৃত হামেদ আলীর ছেলে আলাল উদ্দিন (৪৫) বলে জানা যায়।
আজ বুধবার সকালে আলাল উদ্দিনের জ্ঞান ফিরে আসে। আলাল উদ্দিন এই প্রতিনিধিকে জানান, “আমি গত রোববার চট্টগ্রাম থেকে নিকলী আসি মিষ্টি আলু ও গোল আলু কেনার জন্য। সোমবার রাত ১১টার সময় নিকলী নতুন বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্বগ্রাম তিন রাস্তার মোড় থেকে ৬ জনের একটি দল আমাকে ধরে হাওরে নিয়ে যায়। আমি চিৎকার দেয়ার চেষ্টা করলে একজন গলায় ছুরি ধরে রাখে। অন্যরা আমার হাতে পায়ে ছুরি দিয়ে আঘাত করে হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। আমার সাথে জাঙ্গিয়ার ভিতরে থাকা ১ ল ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। আমি ৬ জনের মধ্যে ৩ জনকে চিনতে পেরেছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।